একমাত্র দোষ ট্র্যাকে শুয়ে সেলফি তুলব

গোলু- রাজধানী এক্সপ্রেস কখন আসবে?
টিটি- পাঁচটায়
গোলু- লোকাল?
টিটি- ৯ টায়... আপনি কোথায় যেতে চান?
গোলু- কোথাও নয়...আর  ট্র্যাকে শুয়ে সেলফি তুলব তাই!


পাঁচু বৌদির বর বৌদিকে এসএমএস করেছে , কী করছ সোনা?
আই অ্যাম ডায়িং।

পাঁচু বৌদি ধমক দিয়ে'দূর বোকা, আমি আমার চুল ডাই করছিলাম!


এক ছাত্রের রিপোর্টে শিক্ষক লিখলেন, ছেলেটি পড়ায় ভালো, খেলাতেও। একমাত্র দোষ—বড্ড মেয়ে ঘেঁষা।


আমি সংশোধনের চেষ্টা করছি। ছেলেটির বাবা বাড়ি ছিলেন না। মা রিপোর্টের নিচে লিখলেন, আপনাকে ধন্যবাদ।


সংশোধনের উপায় বের করতে পারলে আমাকে জানাবেন। পদ্ধতিটি ছেলের বাবার ওপরও প্রয়োগ করতে হবে।


 Category : Bengali   Posted By : Admin   on 2023-05-01 05:29:36

Ads

Related Post

Login


May I Know You

  • System » Unknown
  • Browser » Unknown
  • IP Address » 216.73.216.23