বাংলা জোকস, হাসির ফোয়ারা, দারুণ ও নিদারুণ চুটকি, এখানে পাবেন সমস্ত বাংলা জোক্স। বাংলা জোক্স
পটলর কাকা: "এই পটল ,আমাকে একটা চিঠি লিখে দে তো ।"
পটল : "আমি চিঠি লিখতে পারবো না, আমার পায়ে ব্যথা আছে ।"
কাকা : "ইয়ার্কি হচ্ছে,চিঠি তো লিখবি হাত দিয়ে, পায়ে ব্যথা তো, তাতে কী হয়েছে?"
পটল : "কারণ হল,আমি অতোদূর যেতে পারবো না।"
কাকা : "মানে...তুই তো লিখে দিবি শুধু"
পটল : "মানে আমার লেখা চিঠি আমি ছাড়া আর কেউ পড়তে পারে না। আমার হাতের লেখা খুব খারাপ । যাকে চিঠি পাঠাবে,
আমাকেই পড়ে দিয়ে আসতে হবে। পায়ে ব্যথা নিয়ে যাবো কিভাবে?"
পটলকে শিক্ষকের প্রশ্ন,
শিক্ষকঃ বলতো পটল, সবচেয়ে হাসিখুশি প্রাণী কোনটি?
পটলঃ হাতি স্যার!
শিক্ষকঃ কেন?
পটলঃ দেখেন না স্যার, হাতি খুশিতে সব সময় তার দাত বের করে রাখে
রোববার দুপুরবেলা পটল বারান্দায় বসে বিড়িতে একটু সুখটান দিচ্ছিলো।
এমন সময় এক ভিখিরি এসে বললো,
"বাবা, তোমার প্রতিবেশী আমাকে পুরো পেট ভরে খাইয়েছে। তুমিও কিছু দাও বাবা!"
পটল সঙ্গে সঙ্গে পকেটে হাত ঢুকিয়ে একটা হাজমোলার প্যাকেট বার করে বললো,
"পেট ভরে তো খেয়েইছো, এই নাও হাজমোলা। এটা খেলে হজমও হয়ে যাবে!"
Category : Bengali Posted By : Admin on 2021-09-24 10:11:06