বাংলা জোকস Bangla Jokes Bengali jokes

বাংলা জোকস bangla jokes bengali jokes


কান কাটলে অন্ধ হয়ে যাবো!
আদালতে বুবাই ও তার বন্ধুর বিচার হচ্ছে—
বিচারক: এই দুই জনের কান কেটে দাও।
বুবাই : না না, এই রায় দেবেন না। তাহলে আমি অন্ধ হয়ে যাবো।
বিচারক: আরে বোকা, কান কাটলে অন্ধ হয়ে যাবে কী করে?
বুবাই : কান কাটা গেলে চশমা পরবো কীভাবে?


বাবাকে গালি দিয়েছে
বুবাই : আজ একজন আমার বাবাকে গালি দিয়েছে।
বন্ধু : তা তুই কী করলি?
বুবাই : আমি আবার কী করব! আমিও তার বাবাকে ঝেড়ে দিলাম এক গালি।
বন্ধু: কিন্তু কার এত বড় সাহস যে তোর বাবাকে গালি দেয়?
বুবাই: আবার কে হবে! আমার ছেলেই এ কাজ করেছে।


অফিসের দেরি হয়ে যাবে
কোনও এক ঘটনা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে চূড়ান্ত ঝগড়া হয়েছে। কথা বন্ধ।
অথচ পরের দিন সকালে অফিসের কাজে ভোরে বেরোতে হবে স্বামীর।
এদিকে তিনি ভোরে উঠতে পারেন না।
এই অবস্থায় স্ত্রীর সঙ্গে কথাও বলতে পারছেন না।
ভেবে ভেবে একটি উপায় বের করলেন স্বামী।
 স্ত্রী ঘুমিয়ে পড়ার পরে কাগজে লিখলেন, সকালে ডেকে দিও।
সেই কাগজ স্ত্রীর বালিশের পাশে রেখে শুয়ে পড়লেন। সকালে যখন ঘুম ভাঙল তখন অনেক বেলা হয়ে গিয়েছে।
স্ত্রীর উপরে চেঁচাতে যাবেন তখনই নজর পড়ল নিজের বালিশের পাশে।
 সেখানে একটি চিরকুট রাখা। তাতে লেখা, সকাল হয়ে গেছে। উঠে পড়ো।
নাহলে অফিসের দেরি হয়ে যাবে।


 


 


 Category : Bengali   Posted By : Admin   on 2021-09-22 08:46:11

Ads

Related Post

Login


May I Know You

  • System » Unknown
  • Browser » Unknown
  • IP Address » 216.73.216.23